আজঃ সোমবার ২৩-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ওষুধের দাম কমানো নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০১ Mar ২০২৪
  • / পঠিত : ৬৭ বার

ওষুধের দাম কমানো নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

মেডিকেল ডিভাইস দেশে তৈরি হলে চিকিৎসা সহজ হবে। মেডিকেল ডিভাইস উৎপাদনের দিকে নজর দেওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। 

তিনি বলেন, মেডিকেল ডিভাইস আমাদের দেশে সেভাবে তৈরি হয় না। দেশের বাইরে থেকে নিয়ে আসতে হয়। এতে অনেক খরচ গুনতে হয়। যদি দেশেই তৈরি করা যায়, তাহলে দেশেই চিকিৎসা সহজলভ্য হবে। বিভিন্ন কোম্পানিকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহবান তিনি। এ সময় তিনি ওষুধের দাম কমানো নিয়েও কথা বলেন।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘এশিয়া এক্সপো-২০২৪’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য খাতের উন্নতির জন্য সবার সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, আমি চাই স্বাস্থ্য ব্যবস্থা সুন্দর করতে। তাই ওষুধের দাম যদি সহনশীল করা যায়, তাহলে আমরা সাধারণ রোগীদের জন্য ভালো কিছু করতে পারব।

ডা. সামন্ত লাল বলেন, ওষুধের দাম কমানো বা বাড়ানোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে পরে এ বিষয়ে জানানো হবে।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba