আজঃ শুক্রবার ২০-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ঝিনাইদহের পাঁচ উপজেলা সামলাচ্ছেন নারী ইউএনও

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ২৫ মে ২০২৩
  • / পঠিত : ২৮২ বার

ঝিনাইদহের পাঁচ উপজেলা সামলাচ্ছেন নারী ইউএনও

ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার মধ্যে ৫টি উপজেলায় পাঁচ জন নারী উপজেলা নির্বাহী অফিসার সঠিক ভাবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে ওই উপজেলাগুলোতে বাল্য বিবাহ বন্ধ, শিক্ষার মান উন্নয়নে, মাদক বিরোধী কার্যক্রম ,যৌতুকসহ নানা ভাল কাজে প্রশংসা পেয়েছেন তারা। দিনে কিংবা রাতে অন্য পুরুষ ইউএনওদের মতোই ছুটছেন গ্রামে । খোজ খবর নিচ্ছেন সরকারি কাজ কর্মের। প্রশাসনিক কাজের পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কাজে এই পাচ নারী ইউএনও অবদান রেখেই চলেছেন। আর এই পাঁচ ইউএনও হলেন ঝিনাইদহ সদর উপজেলায় সাদিয়া জেরিন, শৈলকুপা উপজেলায় রাজিয়া আক্তার চৌধুির, হরিনাকুন্ডু উপজেলায় সুস্মিতা সাহা, কালীগঞ্জ উপজেলায় ইসরাত জাহান, কোটচাঁদপুর উপজেলায় উছেন মে।
ঝিনাইদহ সদর উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন প্রথমে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগাদান করেন। সেখানে তিনি সঠিক ও সুষ্ঠু ভাবে দায়িত্ব পালন করার পর ঝিনাইদহ সদর উপজেলায় ২০ ডিসেম্বর ২০২২ সালে নিযুক্ত হন। ৩৩তম বিসিএস এর ক্যাডার তিনি। ৩৪ তম বিসিএস এ উত্তির্ণ প্রশাসনে ক্যাডারের কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী শৈলকুপা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব নেন ০২ অক্টোবর ২০২২ সালে। ৩৪ তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে বিভিন্ন উপজেলায় দায়িত্ব শেষে ৯ মার্চ ২০২২ সালে হরিনাকুন্ডু উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যুক্ত হন সুস্মিতা সাহা। গত ২০ ডিসেম্বর ২০২২ তারিখে সালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব নিয়ে আসেন ইসরাত জাহান। তিনি ৩৪তম বিসিএস কর্মকর্তা এবং সর্বশেষ কোটচাদপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব নিয়ে আসনে উছেন মে। তিনি ৩৪তম বিসিএস কর্মকর্তা এবং কোটচাদপুরে যোগদান করেছেন ১২ মার্চ ২০২৩ তারিখে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba