আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ডেঙ্গুতে হাসপাতালে নতুন ভর্তি ৩৫ জন

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ২৫ মে ২০২৩
  • / পঠিত : ৩০৬ বার

ডেঙ্গুতে হাসপাতালে নতুন ভর্তি ৩৫ জন

ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩৫ জন। এ সময় কেউ মারা যায়নি।

বুধবার (২৪ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩০ জন ঢাকার এবং ঢাকার বাইরের পাঁচ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৬৪ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই ১৪০ জন। বাকি ২৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক হাজার ৫৬৮ জন রোগী ভর্তি হয়েছে। ছাড়া পেয়েছে এক হাজার ৩৯১ জন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জন মারা গেছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba