আজঃ রবিবার ১০-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

একাধিক বিবাহ করতে এবার দিতে হবে কর

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ২৫ মে ২০২৩
  • / পঠিত : ১৭২ বার

একাধিক বিবাহ করতে এবার দিতে হবে কর

ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় একাধিক বিয়ে করলে কর দিতে হবে। প্রথম বিয়ের ক্ষেত্রে কর কিছুটা কম। তবে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বিয়ে করতে গেলে বিয়ের খরচের পাশাপাশি গুনতে হবে মোটা অংকের কর।

ডিএসসিসি রাজস্ব বাড়াতে বিয়ের ওপর কর নেয়ার চিন্তা করছে। মিউনিসিপাল কর্পোরেশন (ট্যাক্সেশন) আইন ১৯৮৬ অনুযায়ী এ কর আরোপ করা হবে বলে জানা যায়।

ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক জানান, নতুন অর্থবছর থেকে এ কর আরোপ করার সম্ভাবনা রয়েছে।

আরিফুল হক জানান, ১৯৮৬ সালের আইনে এই কর আদায় করা হবে। ঐ আইনে সিটি কর্পোরেশনকে এ ধরনের কর আরোপের ক্ষমতা দিলেও, নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এখন এটি বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে। মিউনিসিপালস কর্পোরেশনস (ট্যাক্সেশন) আইনের ৫০ ধারায় উল্লেখ করা হয়েছে বিষয়টি।

বিয়ের কর আইন যা বলে

সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল ২০১৬-তে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিয়ের ওপর সুনির্দিষ্ট হারে কর আরোপের কথা উল্লেখ রয়েছে। তফসিলের ১৫২ ধারায় বলা হয়েছে- প্রথম বিয়ে বা প্রথম স্ত্রীর মৃত্যুর পর পুনরায় বিয়ে করার জন্য বরকে ১০০ টাকা কর দিতে হবে। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ের জন্য বরকে পাঁচ হাজার টাকা, প্রথম দুই স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য কর দিতে হবে ২০ হাজার টাকা এবং চতুর্থ বিয়ের জন্য বরকে ৫০ হাজার টাকা দিতে হবে।

তবে স্ত্রী মানসিক ভারসাম্যহীন হলে বা সন্তানহীন হলে প্রযোজ্য হবে না এ নিয়ম। এক্ষেত্রে পরবর্তী বিয়ের জন্য বরকে কর দিতে হবে ২০০ টাকা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba