আজঃ সোমবার ২৩-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ই-পাসপোর্টে যেসব সংশোধনী এলো

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১০ Mar ২০২৪
  • / পঠিত : ১০৩ বার

ই-পাসপোর্টে যেসব সংশোধনী এলো

: ই-পাসপোর্টে স্বামী বা স্ত্রীর নাম অপসারণসহ তিনটি সংশোধন এনেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর।

সম্প্রতি অধিদফতরের পাসপোর্ট শাখার সহকারী পরিচালক (পাসপোর্ট) মো. সাদ্দাম হোসেনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়, যা গত ৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

১. স্বামী-স্ত্রীর নাম

ই-পাসপোর্টে ব্যক্তিগত তথ্যের স্বামী বা স্ত্রীর নাম (স্পাউসেস নেম) অংশটি সংশোধন করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি থেকে ‘স্পাউসেস নেম’ ঘরটির পরিবর্তে সেখানে লেখা রয়েছে ‘লিগ্যাল গার্ডিয়ান’। এটি শুধু দত্তক সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

তবে ‘লিগ্যাল গার্ডিয়ান নেম’ অন্তর্ভুক্তের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে আইনত অভিভাবকের অনাপত্তি সনদ এবং তার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি প্রমাণপত্র হিসেবে পাসপোর্টের আবেদনের সময় জমা দিতে হবে।

২. বিস্তারিত ঠিকানা

ব্যক্তিগত তথ্য ও জরুরি যোগাযোগসংক্রান্ত অংশে দুটি ‘অ্যাড্রেস’ বা ঠিকানার ঘর আছে। এতদিন পাসপোর্টধারীর স্থায়ী ঠিকানা ও মনোনীত ব্যক্তির পূর্ণাঙ্গ ঠিকানা দুই লাইনে ৪৮ শব্দের মধ্যে লিখতে হতো। এতে অনেকের পুরো ঠিকানা সেখানে সংকুলান হতো না। তাই এখন থেকে তিন লাইনে বা ৯৬ শব্দে ঠিকানা উল্লেখ থাকবে।

৩. কিউআর কোড বাদ

কিউআর কোড স্ক্যান করে পাসপোর্টধারীর নাম ও যোগাযোগ নম্বর পাওয়ার যে সুযোগ ছিল তা ই-পাসপোর্টে আর থাকছে না।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba