আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নড়াইলে স্বাস্থ্য বিভাগের অভিযান, ক্লিনিক বন্ধ

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ১২ Mar ২০২৪
  • / পঠিত : ১৬৯ বার

নড়াইলে স্বাস্থ্য বিভাগের অভিযান, ক্লিনিক বন্ধ

নড়াইলের লোহাগড়ায় অভিযান চালিয়ে একটি ক্লিনিক বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়েছে। সোমবার (১১ মার্চ) সকালে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এ অভিযান পরিচালনা করেন।

এ সময় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাসুদ, ডা. শরিফুল ইসলাম, ডা. শুভাশীষ বিশ্বাস ও মেডিকেল টেকনোলজিস্ট প্রশান্ত ঘোষ উপস্থিত ছিলেন।

অভিযানে লক্ষ্মীপাশার মা সার্জিকেল ক্লিনিকের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হাসপাতাল বন্ধ, ফয়েজ মোড় এলাকায় পিয়াস ডায়ানগস্টিক সেন্টারে সনদপ্রাপ্ত রেডিওলজিস্ট না থাকায় এক্সরে বন্ধ এবং উপশম হেলথকেয়ারে হরমোন টেস্ট না করার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল।

এ বিষয়ে নড়াইল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এ অভিযান করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছি তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর জন্য। যদি কাগজপত্র সঠিক হয় তাহলে পুনরায় চালু করার নির্দেশ দিবো।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba