আজঃ মঙ্গলবার ২৬-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

শাহজালালে ৪০ স্বর্ণেরবারসহ আটক দুই

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১৭ Mar ২০২৪
  • / পঠিত : ৮৭ বার

শাহজালালে ৪০ স্বর্ণেরবারসহ আটক দুই

ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০টি স্বর্ণেরবারসহ মো. হেলাল (৫১) ও কামাল হোসেন নামে দুই জনকে আটক করা হয়েছে। এর মধ্যে হেলাল নভোএয়ারের গাড়িচালক। শনিবার (১৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে এপিবিএনের গোয়েন্দা সদস্যরা কাজ করছে। সেই ধারাবাহিকতায় নভোএয়ারের গাড়িচালক মো. হেলালকে নজরদারিতে রাখা হয়েছিল। অন্যদিনের মতো তিনি আজও ডিউটিতে আসেন। এরপর বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনি গেট দিয়ে বের হয়ে যান। এসময় হেলালকে ডমেস্টিক টার্মিনালের ড্রাইভওয়ে থেকে একজন সহযোগীসহ সিএনজিতে উঠতে দেখা যায়। পরে বিমানবন্দরের বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এপিবিএনের গোয়েন্দা সদস্যরা সিএনজির গতিরোধ করেন। এরপর জিজ্ঞাসাবাদের পর রিসিভার কামাল হোসেনের সঙ্গে থাকা কাঁধ ব্যাগের ভেতর থেকে কালো স্কচটেপ মোড়ানো ৪০টি স্বর্ণেরবার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় ৪ কেজি ৬৪০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

মোহাম্মদ জিয়াউল হক বলেন, কামাল হোসেন জানান নভোএয়ারের ড্রাইভার হেলাল তাকে এই স্বর্ণেরবারগুলো দেন। স্বর্ণগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে পারলে তার ১০ হাজার টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি আটক হন।

আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এই কর্মকর্তা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba