আজঃ রবিবার ২২-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

৪১তম বিসিএস’র গেজেট প্রকাশ

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২২ Mar ২০২৪
  • / পঠিত : ৬৪ বার

৪১তম বিসিএস’র গেজেট প্রকাশ

: ৪১তম বিসিএস’র গেজেট প্রকাশিত হয়েছে। এতে ২ হাজার ৪৫৩ প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ গেজেট প্রকাশ করা হয়েছে। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 

গত বছরের ৩রা আগস্ট এই বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে সেই তালিকা থেকে ৬৭ জন বাদ পড়েছেন। 

২০১৯ সালের ২৭শে নভেম্বর ৪১তম বিসিএস’র বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৪ লক্ষাধিক প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। পরীক্ষায় ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। এরপর গত বছরের ১০ই নভেম্বর ৪১তম বিসিএস’র লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হন। 

২০২১ সালের ২৯শে নভেম্বর থেকে ৭ই ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২৬শে জুন শেষ হয় ৪১তম বিসিএস’র মৌখিক পরীক্ষা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba