আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে ভূয়া ডিবি পুলিশের পরিচয়ে সাড়ে চার লাখ টাকা ছিনতাই আটক-৭

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২২ Mar ২০২৪
  • / পঠিত : ৬৪ বার

যশোরে ভূয়া ডিবি পুলিশের পরিচয়ে সাড়ে চার লাখ টাকা ছিনতাই আটক-৭

যশোরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে দুই কাঁচামাল ব্যবসায়ীকে অপহরণ করে সাড়ে চার লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় ৭জন ভুয়া ডিবি পুলিশ পরিচয় দানকারী প্রতারক ছিনতাইকারীদের আটক করেছে। এ সময় ছিনতাই হওয়া টাকার মধ্যে আড়াই লাখ টাকায় যশোর ডিবি পুলিশ উদ্ধার হয়েছে।

যশোর ডিবি পুলিশের পক্ষ থেকে একপ্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় ,গত ১৬ ই মার্চ ঢাকা থেকে যশোরের দুই সবজি ব্যবসায়ী সোহাগ হোসেন ও হাবিবুর রহমান সবজি বিক্রি করে যাত্রীবাহী বাস যোগে যশোরে আসছিলেন।এ সময় তারা যশোরের চাঁচড়া এলাকার যশোর বেনাপোল সড়কের তরিকুল ইসলামের বাড়ির সামনে পৌছালে ডিবি পুলিশ পরিচয় দেয়া ছিনতাইকারি প্রতারক চক্রের একটি দল তাদেরকে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে প্রাইভেটকারে তুলে যশোরের কেশবপুরের দিকে চলে যায়। তারা এ সময় সবজি বিক্রির সাড়ে চার লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় ।

 

এই বিষয়ে দুই ব্যবসায়ী যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ও ঘটনারস্থলের সিসিফুটেজ নিয়ে তদন্ত করে ঘটনার সাথে জড়িত সাতজন ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারক চক্রের সদস্য ও ছিনতাইকারীকে যশোর ডিবি পুলিশ আটক করেন।

 

আটককৃত আসামিরা হচ্ছে যশোরের শার্শা উপজেলার টেংরালি মাঝের পাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে পিয়াস হাসান (২৪), ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার তেঘুরিহুদা গাজীর বাজার গ্রামের আবুল কাশেমের ছেলে হারুনুর রশিদ (৩৩), যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর গ্রামের মৃত হোসেন মোহাম্মদ গাফফারের ছেলে ইশতিয়াক আহমেদ ( ২৪)

 

, যশোর সদর উপজেলার খড়কি বর্মন পাড়া গ্রামের হানিফের ছেলে রাশেদ হাওলাদার (২৮), যশোরের শার্শা উপজেলার নাভারন রেল বাজার এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে সোহেল আহমেদ বাবু (৩২)

 

, গোগা গাজীপাড়া এলাকার মোহাম্মদ আবুল কাশেমের ছেলে উজ্জ্বল হোসেন ( ৩০), ও বেনাপোল রাজগঞ্জ পুটখালী গ্রামের নুরুল আমিনের ছেলে হাফিজুর রহমান (৩২)।

 

আটক আটক আসামিদের কাছ থেকে ডিবি পুলিশ ছিনতাই হওয়া সাড়ে চার লাখ টাকার মধ্যে ২ লাখ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে।

 

আটককৃতদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা দেওয়া হয়েছে এবং আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba