আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

খাদ্য গুদাম থেকে ২৫০ মেট্রিকটন চাল উধাও, পরিদর্শক গ্রেফতার

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২৩ Mar ২০২৪
  • / পঠিত : ১৪৭ বার

খাদ্য গুদাম থেকে ২৫০ মেট্রিকটন চাল উধাও, পরিদর্শক গ্রেফতার

ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়ায় রসুলপুর খাদ্য গুদাম থেকে রাতের আঁধারে ২৫০ মেট্রিকটন চাল সরানোর ঘটনায় সৈয়দ সফিউল আজম নামে এক খাদ্য পরিদর্শককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার খাদ্য পরিদর্শক সৈয়দ সফিউল আজম ঢাকার মিরপুর-১ এর ১৪নং জাহানারাবাদ এলাকার মৃত সৈয়দ আবদুল সোবাহানের ছেলে।

খাদ্য গুদামটি সিলগালা করেছে প্রশাসন। বাইরে থেকে কোন গাড়ি এবং খাদ্য গুদামের সঙ্গে সংশ্লিষ্টদের গুদাম এলাকায় প্রবেশ করতে সাময়িকভাবে নিষেধ করা হয়েছে।

গজারিয়া উপজেলা নির্বাহী কোহিনুর আক্তার বলেন, সদ্য যোগদান করা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা লিখিত আকারে বিষয়টি আমাকে জানিয়েছেন। গুদামে মজুদ করা চালের পরিমাণে বড় ধরনের গরমিল পাওয়া গেছে। গুদামের দায়িত্বে থাকা খাদ্য পরিদর্শক সৈয়দ শফিউল আজমকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, বিপুল চাল সরিয়ে ফেলার অভিযোগে একটি মামলা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba