আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

প্যারোলে মুক্তি, মায়ের জানাজায় বিএনপি নেতা চাঁদ

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৫ Mar ২০২৪
  • / পঠিত : ৯৯ বার

প্যারোলে মুক্তি, মায়ের জানাজায় বিএনপি নেতা চাঁদ

: ‘মাকে আমি এক মুঠো মাটি দিতে চাই’-এমন আবেদনের পর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। রবিবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়ায় নিজ গ্রামে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। চাঁদের মা মোছা. আশরাফুন্নেছা (৯৬) বার্ধক্যজনিত কারণে শনিবার ইন্তেকাল করেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল জলিল জানান, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আড়াই ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। দুপুর ১২টায় কারাগার থেকে বেরিয়ে আবার ২.১৬ মিনিটে কারাগারে পৌঁছান তিনি।

কারাবন্দী আবু সাঈদ চাঁদের মায়ের জানাজায় অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ দলের নেতাকর্মীরা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba