আজঃ মঙ্গলবার ১৭-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

'তরমুজ খেয়ে' একই পরিবারের চারজন হাসপাতালে!

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ২৬ Mar ২০২৪
  • / পঠিত : ৭৬ বার

'তরমুজ খেয়ে' একই পরিবারের চারজন হাসপাতালে!

: রাজবাড়ীতে তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার(২৫ মার্চ) দুপুরে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে সবাই শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান।

অসুস্থ ব্যক্তিরা হলো- সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলী জয়পুর গ্রামের আমজাদ হোসেন (৭০), তার ছেলে রুহুল আমিন (১৯), পুত্রবধূ রুপসী বেগম (১৮) ও নাতনি রাজিয়া আক্তার (৮)।

হাসপাতালে চিকিৎসাধীন রুহুল আমিন বলেন, গত শনিবার রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজার থেকে একটি তরমুজ কিনে আনি। ওই দিন ইফতারিতে অর্ধেক তরমুজ খাওয়া হয়। পরদিন রোববার ইফতারির সময় বাকি অর্ধেক তরমুজ খাওয়া হলে রাত থেকেই পাতলা পায়খানা শুরু হয়। আজ দুপুরে হাসপাতালে এসে ভর্তি হই।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, অসুস্থদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তরমুজ খেয়েই যে অসুস্থ হয়েছে সেটা বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করছি খাদ্যে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছে। কী কারণে তারা অসুস্থ হয়েছে সেটা পরীক্ষা শেষে নিশ্চিতভাবে বলা যাবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba