আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নেত্রকোনা সীমান্তে ভারতীয় চিনি জব্দ, আটক ৩

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৯ Mar ২০২৪
  • / পঠিত : ৯৯ বার

নেত্রকোনা সীমান্তে ভারতীয় চিনি জব্দ, আটক ৩

ডেস্ক: নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত দিয়ে ভারতীয় চিনি পাচারকালে তিনজনকে আটক করেছে পুলিশ। পরে আটক ব্যক্তিরাসহ পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। এরপর বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন-জেলার বারহাট্টা উপজেলার কুটুয়াকান্দা দেউলি গ্রামের শাহিন আলম (২৭), রংপুর সদর উপজেলার পূর্বশালবন খেড়বাড়ী গ্রামের গোলাম হোসেন (৩৩) ও একই গ্রামের রনি মিয়া (২৭)।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ১৫ লাখ ৩৪ হাজার টাকা।

তিনি আরও বলেন, ভারত থেকে অবৈধভাবে আসা চিনিভর্তি একটি ট্রাক সীমান্ত এলাকা থেকে সদরের দিকে আসছে, এমন একটি খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ভোররাতেই উপজেলা সদরের ভবানীপুর মোড়ে পাকা রাস্তার ওপর অবস্থান নেয় পুলিশ।

এসময় সীমান্তের দিক থেকে আসা সন্দেহজনক ট্রাকটি থামিয়ে তল্লাশি করে ২৯৫ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) অবৈধ চিনি পাওয়া যায়। পরে ওই চিনি জব্দ করে ট্রাকে থাকা তিন চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটকরাসহ মোট পাঁচজনের নাম উল্লেখ করে থানার এসআই জসিম উদ্দিন বাদী হয়ে হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba