আজঃ মঙ্গলবার ২৬-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

উপজেলায় অনেক বেশি ভোটার আসবে: ইসি আহসান হাবীব

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ৩১ Mar ২০২৪
  • / পঠিত : ৮৭ বার

উপজেলায় অনেক বেশি ভোটার আসবে: ইসি আহসান হাবীব

: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক ভালো হবে বলে প্রত্যাশা করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

তিনি বলেছেন, ‘ভোটার কিন্তু প্রার্থীদেরই ভোট দেবে। সুতারাং ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। ভোটার উপস্থিতি যদি বলেন, তাহলে সর্বশেষ একটা নির্বাচনে পটুয়াখালীর আমতলীতে ইভিএমএ ৮০ শতাংশ ভোট পড়েছে। একটা ভোটও জালিয়াতি হয়নি।’

নির্বাচন কমিশানর আহসান হাবিব খান আরো বলেন, ‘নির্বাচনে কারো কোনো প্রভাব বিস্তারের সুযোগ নেই। সংসদ সদস্যদের অনুরোধ জানিয়েছি এবং ভবিষ্যতেও জানাবো, যাতে উপজেলা নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার না হয়।’
ভোট নিয়ে সাংবাদিকদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘(নির্বাচন কমিশন) ভালো করলে ভালো, খারাপ করলে খারাপটা মিডিয়াতে প্রচার করুন। চুরি করলে চোরকে চোর বলুন, তাতে যেই হোক। আমরা মিডিয়াতে দেখে অ্যাকশন নেব।’

আজ শনিবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। প্রথম ধাপের পর ২৩ ও ২৯ মে দ্বিতীয় ও তৃতীয় ধাপ এবং ৫ জুন শেষ ধাপের ভোট হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba