আজঃ মঙ্গলবার ২৬-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

অবৈধ পথে বিদেশে গেলে হয়রানির শিকার হতে হয় : প্রতিমন্ত্রী

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০৫ এপ্রিল ২০২৪
  • / পঠিত : ১৪৪ বার

অবৈধ পথে বিদেশে গেলে হয়রানির শিকার হতে হয় : প্রতিমন্ত্রী

: বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সরকারি বিধান না মেনে দয়া করে কেউ অবৈধভাবে বিদেশ যাবেন না। অবৈধভাবে বা অবৈধ পথে বিদেশে গেলে হয়রানির শিকার হতে হয়। পরিবার ও নিজের সুখের আশায় অবৈধভাবে বিদেশে জীবনও দিতে হয়েছে অনেকের। এতে নিজের যেমন কষ্ট হয় তেমন করে পরিবারের লোকজনও পড়েন হতাশায়। ফলে সুখের বদলে পরিবারে নেমে আশে অশান্তির কারণ।

তিনি বলেন, বিদেশে যেতে হলে সেই দেশের ভাষা ও কাজের দক্ষতার উপর প্রশিক্ষণ করে বিদেশ গেলে আর অশান্তির কারণ হবে না। বাংলাদেশ সরকার সেই প্রশিক্ষণের ব্যবস্থাও করে রেখেছে। তাই তিনি প্রশিক্ষণ ছাড়া অবৈধ ভাবে বিদেশে গিয়ে ভোগান্তির শিকার না হওয়ার জন্য আহবান জানান।

বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী একথাগুলো বলেন

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba