আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

শোলাকিয়ায় সকাল ১০টায় ঈদুল আজহার জামাত

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৮ এপ্রিল ২০২৪
  • / পঠিত : ১০২ বার

শোলাকিয়ায় সকাল ১০টায় ঈদুল আজহার জামাত

: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদের জামাত শুরু হবে সকাল ১০টায়। এ বছর অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের ১৯৭তম জামাত। 

অন্যান্য বারের ন্যায় এবারও জামাতে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক, ইসলাহুল মুসিলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। ঈদের মাঠের প্রস্তুতি, মুসল্লিদের প্রতি নির্দেশনা এবং নিরাপত্তা বিষয়ে গৃহীত পদক্ষেপসমূহ অবগত করানোর জন্য গতকাল রবিবার শোলাকিয়া ঈদগাহে পৃথক পৃথক সংবাদ সম্মেলন করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও ঈদগাহ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এবং র‍্যাব-১৪ ময়মনসিংহ অঞ্চলের অধিনায়ক মো. মহিবুদ্দিন খন্দকার। 

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, বরাবরের মতো এবারও দূরের মুসল্লিদের ঈদ জামাতে যাতায়াতের সুবিধার্থে ঈদের দিন সকালে ভৈরব ও ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে। আগের দিন দূরবর্তী স্থান থেকে আসা মুসল্লিদের থাকা-খাওয়ার ব্যবস্থা থাকবে। মুসল্লিদের টুপি ও জায়নামাজ ছাড়া অন্য কিছু সঙ্গে নিয়ে মাঠে প্রবেশের জন্য নিষেধ করা হয়েছে। পুলিশ ও র‍্যাবের পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে বলে তিনি জানান।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba