আজঃ সোমবার ২৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
  • / পঠিত : ১২৩ বার

২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

: ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বাংলাদেশ। এজন্যই শিক্ষা ও গবেষণা এখন সময়ের চাহিদা বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে মিরপুরে ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের প্রথম সমাবর্তনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, মেধাশক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। ডিগ্রী অর্জনের মাধ্যমে নিজ ও দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

নিজের শৈশবের স্মৃতিচারণ করে এ সময় মন্ত্রী বলেন, গ্রাম থেকে উঠে এসেছেন তিনি। গ্রামে মানুষদের চিকিৎসা করতেন। সেখানে থেকে এখন তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন।

সমাবর্তনে ছয় শতাধিক শিক্ষার্থীকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী দেয়া হয়। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী সাত শিক্ষার্থীকে সম্মানসূচক চ্যান্সেলর ও ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়। স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গ্লোবাল হেলথ এন্ড সাসটেইনাবল ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক এন্থনি কসটেলো।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba