আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

সীমান্তে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই ভাই আটক

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৯ এপ্রিল ২০২৪
  • / পঠিত : ৯৩ বার

সীমান্তে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই ভাই আটক

: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩ পিস স্বর্ণের বারসহ ২ ভাইকে আটক করেছে বিজিবি। 

রোববার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার সীমান্তবর্তী নগরবন্নী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মো. বদিয়ারের দুই ছেলে মো. জুয়েল রানা (২৭) ও মো. সুমন (২৩)।

৫৮ বিজিবি পরিচালক এইচ এম সালাহউদ্দীন চৌধুরী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করে বিজিবি। রোববার দুপুর ২টার দিকে দুইজন চোরাকারবারি মোটরসাইকেলযোগে নগরবন্নী এলাকা দিয়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির কাছ থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩ কেজি ৫৫৮ গ্রাম। আনুমানিক মূল্য ৩ কোটি ৩২ লাখ ৪৯ হাজার ৪৮৫ টাকা। 

তিনি আরও জানান, আটককৃত আসামিদেরকে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba