আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

লক্ষ্মীপুর রামগতিতে নির্মাণাধীন ভবনের গর্তে পড়ে ভাই-বোনের মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১২ মে ২০২৪
  • / পঠিত : ৬০ বার

লক্ষ্মীপুর রামগতিতে নির্মাণাধীন ভবনের গর্তে পড়ে ভাই-বোনের মৃত্যু

: লক্ষ্মীপুরের রামগতিতে পাকা ভবনের পিলারের জন্য খোঁড়া গর্তে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) দুপুরে উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলো, তাহিয়া আক্তার (৫) ও মো. আবদুল্লাহ (৩)। তারা ওই গ্রামের হেলাল উদ্দিনের সন্তান।

চরবাদাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মাঈনুদ্দিন ভূঁইয়া জানান, বসতঘরের জন্য পাকাভবন নির্মাণে পিলারের জন্য বাড়িতে গর্ত খোঁড়া হয়। গর্তগুলোর গভীরতা প্রায় ৫ ফুট। শনিবার দুপুরে রামগতিতে বৃষ্টি হয়। এতে গর্তগুলোতে পানি জমে যায়। বিকেলে খেলতে গেলে ওই গর্তে পড়ে তাহিয়া ও তার ভাই আবদুল্লাহ ডুবে যায়।

এ বিষয়ে হেলাল উদ্দিনের বন্ধু আতিকুর রহমান বলেন, তাহিয়া ও আবদুল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba