আজঃ মঙ্গলবার ১৭-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু, বিক্ষোভ

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ১৭ মে ২০২৪
  • / পঠিত : ৫৯ বার

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু, বিক্ষোভ

: কুমিল্লায় চট্টলা এক্সপ্রেস নামে একটি ট্রেনে কাটা পড়ে মীম আক্তার নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের রসুলপুর মাজার গেইট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মীমের সহপাঠীরা মহানগর প্রভাতী ট্রেন আটকে রেললাইন অবরোধ করে। পরে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষের চেষ্টায় ট্রেনটি ছাড়া পায়। 

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নিহত মীম আক্তার রসুলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে রসুলপুর পূর্ব পাড়ার জাহাঙ্গীর আলমের মেয়ে। স্কুলে যাওয়ার সময় রসুলপুর মাজার গেট দিয়ে রেললাইন পার হচ্ছিল মীম। এসময় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও চট্টগ্রামগামী পর্যটন এক্সপ্রেস একসঙ্গে ক্রস করে। ওই শিক্ষার্থী একপাশের ট্রেন দেখলেও অপরপাশের ট্রেন না দেখায় চট্টলা এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এরপর স্কুল শিক্ষার্থীরা এসে রসুলপুর রেলওয়ে স্টেশনে অবস্থান নেয়। এসময় চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন আটকে রাখে তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শিক্ষার্থীদের বোঝালে একপর্যায়ে তারা অবরুদ্ধ ট্রেনটি ছেড়ে দেয়।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত- মীমের মৃত্যুর বিচারের দাবিতে স্টেশনে অবস্থান করছে শিক্ষার্থীরা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba