আজঃ মঙ্গলবার ১৭-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

প্রার্থিতা ফিরে পেলেন প্রতিমন্ত্রী টুসির ভাই দুর্জয়

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২০ মে ২০২৪
  • / পঠিত : ৭২ বার

প্রার্থিতা ফিরে পেলেন প্রতিমন্ত্রী টুসির ভাই দুর্জয়

ডেইলি এস বি নিউজ : গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির বড় ভাই জামিল হোসেন দুর্জয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে ঘোড়া প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বিতা করতে আইনগত বাধা নেই। একইসঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন আদালত।

রোববার (১৯ মে) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালত রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার আশরাফ আলী সুজন।

এর আগে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন দায়ের করেন দুর্জয়। গত বুধবার (১৫ মে) একাধিকবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের শুনানি শেষে গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জামিল হাসানের (দুর্জয়) প্রার্থিতা বাতিল করে ইসি।

জামিল হাসান শ্রীপুর উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন। তিনি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর বড় ভাই। তিনি ওই নির্বাচনী আসনের টানা পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রহমত আলীর ছেলে। এছাড়া তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba