আজঃ সোমবার ২৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

এমপি আনার হত্যার তদন্তে ভারতীয় পুলিশ দল ঢাকায়

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৪ মে ২০২৪
  • / পঠিত : ৭২ বার

এমপি আনার হত্যার তদন্তে ভারতীয় পুলিশ দল ঢাকায়

ডেইলি এস বি নিউজ ডেস্ক: ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে ভারতীয় পুলিশের একটি দল ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে ঢাকায় এসে পৌঁছায়।

আজ বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতীয় পুলিশের প্রতিনিধি দলটি ঢাকার পুলিশ সদস্যদের সঙ্গে এমপি আনার খুনের বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।

হারুন অর রশীদ বলেন, প্রয়োজনে গ্রেপ্তার তিনজনের সঙ্গেও তারা কথা বলবেন।
সংসদ সদস্য আনোয়ারুল আজীম ১২ মে সন্ধ্যা ৭টার দিকে ভারতের কলকাতায় গিয়ে তার পূর্বপরিচিত বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন। ১৩ মে বেলা ২টার দিকে তিনি চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে গোপালের বাসা থেকে বের হন।

কিন্তু এরপর আজীম আর বাসায় না ফেরায় ১৮ মে কলকাতার বরাহনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন গোপাল বিশ্বাস।

বুধবার (২২ মে) জানা যায়, কলকাতার নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের আনোয়ারুল আজীম খুন হয়েছেন। তবে সেখানে তার মরদেহ মেলেনি।

এ ঘটনায় বাংলাদেশে তিনজন গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া কলকাতায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba