আজঃ সোমবার ২৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

হজযাত্রীদের ভোগান্তির অবসানে আরব আমিরাতে নতুন আইন

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ২৮ মে ২০২৪
  • / পঠিত : ৬৩ বার

হজযাত্রীদের ভোগান্তির অবসানে আরব আমিরাতে নতুন আইন

ডেইলি এস বি নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডাওমেন্টসের পূর্বানুমোদন ছাড়া এখন হজ বা ওমরাহর আবেদন গ্রহণ করতে পারবে না দেশটির অপারেটরগুলো। সোমবার এ ঘোষণা দেওয়া হয়। 

দেশটিতে সাধারণত বিভিন্ন অপারেটর সংস্থাগুলো হজ বা ওমরাহ ভ্রমণের আয়োজন করে থাকে। এখন থেকে এসব অপারেটরগুলোকে লাইন্সের আওতায় আনা হবে। 

যদি কোনো অপারেটরের লাইসেন্স না থাকে তবে সেটি 'অবৈধ' বলে বিবেচিত হবে। সেইসঙ্গে হজযাত্রীদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ঘোষণা করা হয়, আইন লঙ্ঘনের দায়ে ব্যক্তি, প্রচারণা সংগঠক এবং অফিসগুলোকে ৫০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা করা হবে। 

অপারেটরদের হজ বা ওমরাহ ভ্রমণের আয়োজন বা বিজ্ঞাপন দেওয়ার আগে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে। এছাড়া লাইসেন্স ব্যতীত তীর্থযাত্রার জন্য অনুদান সংগ্রহ বা গ্রহণও নিষিদ্ধ করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba