আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যশোরের বাঘারপাড়া ও অভয়নগরে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ৩০ মে ২০২৪
  • / পঠিত : ১১৩ বার

যশোরের বাঘারপাড়া ও অভয়নগরে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন

ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে আজ ৮৭টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। ১৬ উপজেলায় ইভিএমে বাকিগুলো ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হয়েছে। এরমধ্যে যশোরের বাঘারপাড়া ও অভয়নগরে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

যেহেতু ইভিএম এর মাধ্যমে এবারই প্রথম ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়,সেহেতু ভোটারদের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বোঝাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে ।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার ও জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার পিপিএম বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে,আসেন দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘারপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে|

কেন্দ্রর সার্বিক পরিস্থিতি দেখে সাংবাদিকদের মুখোমুখি হন দুপুর পৌনে বারোটায় ।

পুলিশ সুপার বলেন,আমাদের সাথে আপনারাও আছেন সকাল থেকে, এখনো কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ আপনারাও পান নাই আমরাও পাইনি। প্রকৃতিও পক্ষে আছে, নির্বাচন যে একটা উৎসব আজকে মনে হচ্ছে দেখুন সবাই নিয়ন শৃঙ্খলা মেনে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে।

আমাদের দায়িত্ব হল নির্বাচনে অনুকূল পরিবেশ বজায় রাখা সে লক্ষ্যে বাঘারপাড়া এবং অভয়নগরে আমাদের ২০০০ পুলিশ নিয়োজিত আছে ২৫০০ আনসার ভিডিপি নিয়োজিত আছে। র্যাব সদস্যরা নিয়োজিত আছেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাঁচ হাজার জন নিরালাশ ভাবে কাজ করছি। ভোটারদের ভোট কেন্দ্রে আসতে কোন অসুবিধা হচ্ছে কিনা, রাস্তায় কেউ কোন প্রতিবন্ধকতা তৈরি করছে কিন মোটকথা শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমাদের যা যা করনীয় করছি।

এরপরেও আমি আপনাদের মাধ্যমে যেটা সতর্ক করতে চাই যদি কেউ নির্বাচন বিধানের সাথে সাংঘর্ষিক কোনো কর্মকাণ্ড জড়িত হন তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং কোনরকম ছাড় দেয়া হবে না।

তৃতীয় ধাপে ১০৯ উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে সোমবার ১৯টি এবং মঙ্গলবার ৩টি উপজেলার ভোট স্থগিত করেছে কমিশন। ফলে বুধবার ৮৭টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba