আজঃ সোমবার ২৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

কানাডায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নাহিদা সোবহান

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ৩০ মে ২০২৪
  • / পঠিত : ৭১ বার

কানাডায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নাহিদা সোবহান

ডেইলি এস বি নিউজ ডেস্ক: পেশাদার কূটনীতিক নাহিদা সোবহানকে কানাডায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমানে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন। কানাডায় ড. খলিলুর রহমানের স্থলাভিষিক্ত হবেন নাহিদা।

বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাকরি জীবনে নাহিদা সোবহান রোম, জেনেভা ও কলকাতা মিশনে কাজ করেছেন। তিনি জাতিসংঘ ও মানবাধিকার উইংয়ের মহাপরিচালকের পাশাপাশি বহুপাক্ষিক অর্থনীতিবিষয়ক শাখার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী নাহিদা সোবহান ফরাসি ভাষায় পারদর্শী। তিনি আরবি ভাষাও শিখছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা নাহিদা সোবহান ১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি বর্তমানে জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি রোম, জেনেভা ও কোলকাতা মিশনে কাজ করেছেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba