আজঃ শনিবার ২১-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

এমপি আনার হত্যার তদন্তে এবার নেপাল যাচ্ছেন ডিবিপ্রধান হারুন

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ০১ জুন ২০২৪
  • / পঠিত : ৪৪ বার

এমপি আনার হত্যার তদন্তে এবার নেপাল যাচ্ছেন ডিবিপ্রধান হারুন

ডেইলি এসবি নিউজ ডেস্ক: ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে এবার নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। শনিবার (১ জুন) সকাল ৯ টার ফ্লাইটে তিনি নেপাল যাচ্ছেন বলে ডিবি সূত্র জানিয়েছে।

শুক্রবার (৩১ জুন) দিবাগত রাতে নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে ডিবিপ্রধানের সঙ্গে অন্য কোনো সদস্য যাচ্ছেন কি না এবং তিনি কবে ফিরবেন, তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওই কর্মকর্তা।

আনার খুনের তদন্ত কাজ শেষ করে গত বৃহস্পতিবার কলকাতা থেকে দেশে ফেরেন ডিবিপ্রধান হারুন।

গত ১৩ মে আনারকে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনসের একটি ফ্লাটে খুন করা হয়। তার দেহ টুকরা টুকরা করে গুম করা হয়।

এতে কলকাতা পুলিশ দেহাংশের হদিস করতে পারছিল না। অবশ্য কলকাতায় হত্যা মিশন বাস্তবায়ন করে প্রধান কিলার আমানুল্লাহ ওরফে শিমুল ভূইয়াসহ কয়েকজন দেশে ফিরে আসে। তাদের দ্রুত গ্রেপ্তার করে ঢাকার ডিবি।

এরপরই হত্যা রহস্য উদ্ঘাটন হয়। গুম করা লাশের অংশ লুকানোরও তথ্য পান ডিবি কর্মকর্তারা। এরপরই কলকাতায় ছুটে যান হারুনসহ তিন গোয়োন্দা কর্মকর্তা।

ঢাকা গোয়েন্দা কর্মকর্তাদের তথ্যে সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে কলকাতা পুলিশ লাশের টুকরা মাংস উদ্ধার করে। এই মাংস এমপি আনারের বলে গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানালেও তা পুরোপুরি নিশ্চিত হতে এখন ফরেনসিক পরীক্ষা চলছে।

কলকাতায় এমপি আনার খুন হলেও ঢাকার পুলিশের তৎপরতা এবং তদন্তে দ্রুত সাফল্য পাওয়ায় ঢাকার গোয়েন্দা দল নিয়ে এরই মধ্যে ভারতীয় সংবাদমাধ্যমে ইতিবাচক আলোচনা চলছে।

হঠাৎ করে নেপালে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ডিবির তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এমপি খুনের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীন নেপাল হয়ে আমেরিকায় পালিয়েছে বলে তথ্য রয়েছে। তা ছাড়া সিয়াম নামে সন্দেহভাজন এক অভিযুক্ত নেপালে আটক হয়েছেন বলেও খবর রয়েছে। এসব বিষয়ে তদন্ত কাজের অংশ হিসেবে ডিবিপ্রধান নেপাল যাচ্ছেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba