আজঃ শনিবার ২১-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে মোদির দল বিজেপি

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ০৫ জুন ২০২৪
  • / পঠিত : ৪৭ বার

একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে মোদির দল বিজেপি

ডেইলি এসবি নিউজ ডেস্ক: ভারতে একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে নরেন্দ্র মোদির ক্ষমতাসীন দল বিজেপি। গত দুই নির্বাচনে দলটি এককভাবেই ক্ষমতায় যাওয়ার ম্যাজিক ফিগার ২৭২ পেলেও এবার তারা বেশ পিছিয়ে পড়েছে। জোটগতভাবে তারা এবার যেমন কম আসন পাচ্ছে, দলীয়ভাবেও তারা পিছিয়ে পড়েছে।

সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, এখন পর্যন্ত ২৩৯টি আসন। বিশেষজ্ঞরা ধারণা করছেন, বিজেপি এবার ২৭২টি আসন পাবে না। অথচ ২০১৯ সালে তারা ৩০৩টি এবং ২০১৪ সালে ২৮২টি আসন পেয়ে এককভাবেই সরকার গঠন করার মতো অবস্থায় ছিল। শরিকদের না নিলেও তারা সরকার গঠন করতে পারত। কিন্তু এবার তাদেরকে শরিকদের নিতেই হবে। ফলে শরিকরাও দরকষাকষি করতে পারবে।

ভারতের সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায়, তাহলে তাদেরকে লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে। এবারের লোকসভা নির্বাচনে দু’টি বড় জোটের মাঝে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। একটি হলো ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)। অন্যটি হলো কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এনডিএ জোট টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও নির্বাচনে ভূমিধস জয়ের ব্যাপারে আশাপ্রকাশ করেছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা ও অন্যান্য

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba