আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বিক্রি করতে নেওয়ার পথে পালিত ষাঁড়ের আঘাতেই মালিকের মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৭ জুন ২০২৪
  • / পঠিত : ৭২ বার

বিক্রি করতে নেওয়ার পথে পালিত ষাঁড়ের আঘাতেই মালিকের মৃত্যু

: কুরবানির পশুর হাটে বিক্রি করতে নেওয়ার পথে নিজের পালিত ষাঁড় গরুর আঘাতে মালিক সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। শুক্রবার ষাঁড়টির আঘাতে মালিক সাইফুল ইসলাম গুরুতর আহত হন। শনিবার দিবাগত রাত ২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাইফুল ইসলাম (২৮) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নে আউজিয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার নিজের পালিত ষাঁড় গরুটি বিক্রির জন্য কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি পশুর হাটে নিয়ে যাচ্ছিলেন সাইফুল। পথে ষাঁড়টির আঘাতে তিনি গুরুতর জখম হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সাইফুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ২টার দিকে মারা যান। রোববার দুপুর ২টার দিকে আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুস ছালাম বাঙালী তার মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba