আজঃ সোমবার ২৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার ,মান উন্নয়নে চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ২০ জুন ২০২৪
  • / পঠিত : ৫৫ বার

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার ,মান উন্নয়নে চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেইলি এসবি নিউজ ডেস্ক: মুজিব কর্নার উদ্বোধন করতে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা-সেবার মান উন্নত করার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনির্মিত মুজিব কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা-সেবার মান উন্নত হলে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে রোগীদের চাপ অনেক কমে আসবে বলে মনে করেন তিনি।

বিশ্বের উন্নত দেশে এনসিডি কর্নার অর্থাৎ নন কমিউনিকুল ডিজিজ কর্নারের ওপর বিশেষ উপর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এনসিডি কর্নারের মাধ্যমে রোগীদের রক্তচাপ, ডায়াবেটিস ও ক্যানসার নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হবে। এই সেবা চালু করা গেলে দেশের বড় বড় হাসপাতালগুলোতে আর রোগীদের যেতে হবে না। স্থানীয়ভাবেই তারা জটিল রোগসহ সব ধরনের রোগের আধুনিক চিকিৎসাসেবা পাবেন।

ভুল চিকিৎসায় প্রায় অহরহ রোগীর মৃত্যুর বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ডা. সামন্ত লাল সেন বলেন, দেশের সব অনুমোদনহীন বেসরকারি ক্লিনিক বন্ধ করার পাশাপাশি চেতনানাশক অ্যানেসথেসিক ড্রাগস হেলোথন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গত দুদিন আগে ঢাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতারও করা হয়েছে।

সরকারের এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ হেলোথন ড্রাগস বিক্রি করলে, কোনো হাসপাতালে ব্যবহার করলে এবং কোনো চিকিৎসক এর সঙ্গে জড়িত থাকলে তাদের সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৩) আবদুল্লাহ আল কায়সার হাসনাত ও জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমানসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba