আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, দেশে ফিরলেন ১৩ বাংলাদেশি

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৪ জুন ২০২৪
  • / পঠিত : ৭০ বার

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, দেশে ফিরলেন ১৩ বাংলাদেশি

ভারতে পাচারের শিকার ১৩ বাংলাদেশি নারী, শিশু কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের পাচার করা হয় বলে জানা গেছে।

রোববার (২৩ জুন) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। পরে তাদের বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়।


ফেরত আসা বাংলাদেশিরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জের আমজাদ তালুকদারের ছেলে রফিক তালুকদার (৫৩), একই থানার রফিক তালুকদারের ছেলে মামুন তালুকদার (২৫), একই জেলার মোল্যারহাট উপজেলার সালেক শিকদারের ছেলে নাজমুল শিকদার (৩৮), খুলনা জেলার রুপসার আক্কাস ভূঁইয়ার ছেলে রাজু ভূঁইয়া (২৫), একই থানার আব্দুল আজিমের মেয়ে আফসানা আক্তার (২৩), ছেলে আমিন (৬), মেয়ে ফাতিমা (৪), একই থানার নজরুল শেখের ছেলে ওমর ফারুক শেখ (২৬), খুলনা সদরের আল আমিন হাওলাদারের মেয়ে মরিয়ম আক্তার (২৩), নড়াইল জেলার কালিয়া থানার আফজাল মোল্লার ছেলে আব্দুন সাত্তার (৫০), খাগড়াছড়ি জেলার মাটিরাঙার শামছুর শেখের মেয়ে ফাতেমা (২৮), পিরোজপুর জেলার মঠবাড়িয়ার আল আমিন হাওলাদারের ছেলে মাহীম হাওলাদার (৪) ও ফাহিম হাওলাদার (২)।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম জাগো নিউজকে জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভালো কাজের কথা বলে দালাল চক্র দুই বছর আগে তাদের সীমান্ত পথে ভারতে পাচার করে। পরে তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ভারতে রেখে চলে আসে দালালরা। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়।


তিনি আরও জানান, কারাগার থেকে ভারতের মানবাধিকার সংস্থা রেসকিউ ফাউন্ডেশন তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। সেখানে দেড় থেকে দুই বছর কারাভোগের পর তারা দেশে ফেরার সুযোগ পান। তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিবার সংস্থার কাছে তুলে দেওয়া হবে।


ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba