আজঃ শনিবার ২১-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

স্থানীয় সরকার প্রতিষ্ঠান: ভূমি উন্নয়ন কর বকেয়া ৫৯ কোটি টাকা

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ৩০ জুন ২০২৪
  • / পঠিত : ৪৪ বার

স্থানীয় সরকার প্রতিষ্ঠান: ভূমি উন্নয়ন কর বকেয়া ৫৯ কোটি টাকা

ডেইলি এসবি নিউজ ডেস্ক:স্থানীয় সরকার বিভাগের অধীন সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ৫৯ কোটি ৩১ লাখ ৬১ হাজার ৭৪ টাকা ভূমি উন্নয়ন কর বকেয়া রয়েছে। সম্প্রতি এ বকেয়া ভূমি উন্নয়ন করের কথা জানিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে ভূমি সংস্কার বোর্ড।

চিঠিতে বলা হয়, দেশের উন্নয়নের স্বার্থে অভ্যন্তরীণ সম্পদ আহরণ ও নিজস্ব আয় বৃদ্ধি অপরিহার্য। চলতি ২০২৩-২৪ অর্থবছরের জেলা প্রশাসকদের কার্যালয়ে থেকে পাওয়া ভূমি উন্নয়ন কর আদায় পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সংস্থা প্রতিষ্ঠানগুলোর কাছে ৫৯ কোটি ৩১ লাখ ৬১ হাজার ৭৪ টাকা বকেয়া রয়েছে।

এমতাবস্থায় বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার সচিবকে অনুরোধ জানানো হয় চিঠিতে।

বকেয়া ভূমি উন্নয়ন করের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাছে মোট ৩৯ লাখ ৭৩ হাজার ১৮৮ টাকা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে ২ কোটি ২১ লাখ ৭০ হাজার ২৯৭ টাকা, ওয়াসাগুলোর কাছে ২ কোটি ৪১ লাখ ৫১ হাজার ২৯৭ টাকা, সিটি করপোরেশনগুলোর কাছে ২১ কোটি ৬ লাখ ৫৭ হাজার ৩৭৯ টাকা, জেলা পরিষদগুলোর কাছে ১৬ কোটি ৭৯ লাখ ৬৩ হাজার ১৬১ টাকা, উপজেলা পরিষদগুলোর কাছে এক কোটি ৮১ লাখ ৭৮ হাজার ৩১৩ টাকা, ইউনিয়ন পরিষদগুলোর কাছে ১১ কোটি ২১ লাখ ৯৯ হাজার ৩৭০ টাকা এবং পৌরসভাগুলোর কাছে ৪ কোটি ৩৮ লাখ ৬৮ হাজার ৬৯ টাকা বকেয়া রয়েছে বলে চিঠিতে জানিয়েছে ভূমি সংস্কার বোর্ড।

ভূমি সংস্কার বোর্ডের চিঠির পরিপ্রেক্ষিতে বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট সংস্থা প্রধান ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধিদের কাছে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba