আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

পুলিশের সঙ্গে সংঘর্ষে নরসিংদীতে স্কুলছাত্র নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ১৯ জুলাই ২০২৪
  • / পঠিত : ৯২ বার

পুলিশের সঙ্গে সংঘর্ষে নরসিংদীতে স্কুলছাত্র নিহত

: নরসিংদীতে কোটা আন্দোলনে সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে ৪টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে ওই স্কুল ছাত্র নিহত হয়।

নিহত শিক্ষার্থীর নাম তাহমিদ। সে নরসিংদী নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস (এনকেএম) এর শিক্ষার্থী। নিহত তাহমিদ নরসিংদী সদর উপজেলার চিনিশপুর গ্রামের ডা. রফিকুল ইসলামের ছেলে। এ সময় পুলিশের টিয়ারশেল ও ছড়রা গুলিতে শতাধিক ছাত্রজনতা আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড় এলাকায় শিক্ষার্থীরা জমায়েত হতে থাকে। বিকেল সাড়ে ৪টার দিকে তাদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, টিআরসেল এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় গুলিতে তাহমিদের বুক ঝাঝরা হয়ে যায়। তখন সহপাঠিরা তাকে দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু নিশ্চিত হয়।

এরপর তাহমিদের মরদেহ নিয়ে জেলাখানা মোড় এলাকায় ঢাকা-নরসিংদী মহাসড়কে পূনরায় অবস্থান করে ছাত্রজনতা বিক্ষোভ মিছিল করে।

এ ছাড়া পুলিশের গুলি ও টিআরশেল নিক্ষেপে প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়। এদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতাল, সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী জেলখানা মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba