আজঃ সোমবার ২৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ভিসা বন্ধের কথা জানায়নি আমিরাত: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ২৫ জুলাই ২০২৪
  • / পঠিত : ৭৩ বার

ভিসা বন্ধের কথা জানায়নি আমিরাত: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

ডেইলি এসবি নিউজ ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বাংলাদেশিদের ভিসা বন্ধ করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংযুক্ত আরব আমিরাত। তিনি বলেন, দুবাইয়ে আন্দোলন করে প্রবাসীরা আইন অমান্য করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। 

বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাম্প্রতিক দুবাই ভিসা বন্ধের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, দেশে যেভাবে মেট্রোরেলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিদেশেও তারাই বাংলাদেশের শ্রমবাজার ধ্বংস করার জন্য একই কাজ করেছে। আমি মনে করি, ৭১ এর যুদ্ধাপরাধী জামায়াত ও বিএনপি’র প্রেতাত্মারা যেমন কর্মকাণ্ড করেছিলো তাদের শাস্তি হয়েছিলো। তেমনিভাবে দুবাইয়ে আন্দোলন করে তারা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এজন্য তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না। এটি তাদের রাষ্ট্রীয় বিষয়।

সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধের ব্যাপারে তিনি বলেন, আমাদের কাছে লিখিত কোনো অর্ডার আসেনি। আমরা সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। তারাও কিছু জানে না। বাংলাদেশে নিযুক্ত ইউএই’র রাষ্ট্রদূতের সঙ্গেও কথা বলেছি। তিনিও কিছু জানাননি। শ্রমবাজার বন্ধ হয়েছে কিনা এ ব্যাপারে সঠিক কোনও তথ্য আমাদের কাছে নেই। জানলে আমরা গণমাধ্যমকে জানিয়ে দেবো। আমি সবাইকে অনুরোধ করবো, সঠিক তথ্য নিয়ে সংবাদ পরিবেশন করার জন্য। এতে দেশের উপকার হবে। মানুষের বিভ্রান্তিও কমবে। 

সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধের বিষয়টি ভিত্তিহীন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে এখনও কোনো খবর আসে নাই, চিঠি আসে নাই।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba