আজঃ সোমবার ২৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

আটকদের মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ০১ Aug ২০২৪
  • / পঠিত : ৫৪ বার

আটকদের মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

সারা দেশে গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নেওয়া চারজনকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ জুলাই) দুপুরে হাইকোর্টের মাজার রোডের সামনে থেকে তাদের আটক করা হয়।

এর আগে হাইকোর্টের মাজার রোডের সামনে কয়েকজন শিক্ষার্থী অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে সেখান থেকে পুলিশ চারজনকে আটক করে। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আটক ঠেকাতে এগিয়ে যান।

পরে আটকদের নিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থী পুলিশ ভ্যানের সামনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। তখন সেখানে আইনজীবীদের একটি দলও বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। ‘মার্চ ফর জাস্টিস’ লেখা ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছিলেন তারা।


এরপর পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের মধ্যস্থতায় বিক্ষোভকারীদের চলে যেতে অনুরোধ করে। পরে এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের পুলিশি পাহারায় বিক্ষোভ চালিয়ে যেতে দেখা যায়। তারা গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে নানা স্লোগান দিচ্ছেন।

এর আগে সারা দেশে গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে আজ ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৩০ জুলাই) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের এ ঘোষণা দেন।


ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba