আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের মিছিল, সঙ্গে অভিভাবকরাও

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ০৩ Aug ২০২৪
  • / পঠিত : ৩৪ বার

যশোরে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের মিছিল, সঙ্গে অভিভাবকরাও

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে যশোরে বিক্ষোভ মিছিল বের করেছেন শিক্ষার্থীরা। বৃষ্টি মাথায় এ মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন অভিভাবকরাও।

শুক্রবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে যশোর শহরতলির পালবাড়ি মোড়ে জড়ো হন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল করে পুলিশ লাইন, গরীব শাহ সড়ক হয়ে শহরে প্রবেশ করেন আন্দোলনকারী কয়েকশ শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টা থেকে যশোরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টিতেও বন্ধ হয়নি শিক্ষার্থীদের আন্দোলন। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে শহরে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে যশোরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল ও কড়া নজরদারি চোখে পড়ে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba