আজঃ মঙ্গলবার ১৭-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

চট্টগ্রামে আইএফআইসি ব্যাংকের শাখায় হামলা-ভাঙচুর

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ০৭ Aug ২০২৪
  • / পঠিত : ২৩ বার

চট্টগ্রামে আইএফআইসি ব্যাংকের শাখায় হামলা-ভাঙচুর

ডেইলি এসবি নিউজ ডেস্ক: চট্টগ্রামে আইএফআইসি ব্যাংকের শাখায় হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলার পর নিরাপত্তার স্বার্থে দুপুরে সাড়ে ১২টায় শাখা উপশাখা বন্ধ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে হাটহাজারী সরকারহাট উপশাখায় হামলার ঘটনা ঘটে।

ব্যাংকটির চট্টগ্রামের একটি শাখার ম্যানেজার ঢাকা পোস্টকে বলেন, ‘চট্টগ্রামের হাটহাজারীর সরকারহাট উপশাখায় হামলার ঘটনা ঘটেছে। সেখানে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। আমরা সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এরপর তাদের নির্দেশে কার্যক্রম বন্ধ করা হয়।’


তিনি বলেন, ‘আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলাম। চট্টগ্রাম ছাড়াও কক্সবাজারের চকরিয়ার শাখায় হামলা হয়েছে। সেখান থেকে টাকা লুট হয়েছে বলে শুনতে পেয়েছি।’

সূত্র বলছে, আইএফআইসি ব্যাংকের মালিকানায় শেয়ার রয়েছে সালমান এফ রহমানের। তিনি দেশ ছেড়ে পালানো শেখ হাসিনার বৈদেশিক বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ছিলেন।


তবে ব্যাংক সূত্র বলছে, সালমান এফ রহমান মালিকানায় আছেন। কিন্তু তার শেয়ার মাত্র দুই শতাংশ। 


ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba