আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

টাঙ্গাইলে সব সহিংসতা রুখবে সমন্বয়করা

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ০৭ Aug ২০২৪
  • / পঠিত : ৪০ বার

টাঙ্গাইলে সব সহিংসতা রুখবে সমন্বয়করা

ডেইলি এসবি নিউজ ডেস্ক: চারিদিকে গুজবে ছেয়ে গেছে। দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উস্কানি, হামলা এবং লুটতরাজের ঘটনা ঘটেছে। ছাত্রসমাজ হামলা রুখতে সর্বদা সচেষ্ট। 

সব ধরনের সহিংসতা রুখতে টাঙ্গাইলের সবাইকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 

দেশের সংস্কার কাজে সবার ভূমিকা রাখা জরুরিও বলে জানায় সমন্বয়করা। মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন। 

এতে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল নুর তুষার, কামরুল ইসলাম, আল আমিন, ফাতেমা রহমান বীথি, ইফফাত রাইসা নূহা, মাহতাব হাসান আল আমিন সিয়াম, হামিদুর রহমান, শেখ ফরাশ, মুনসুর হেলাল, মনিরুল ইসলাম, প্রেমা সরকার প্রমুখ।

বক্তারা বলেন, আমরা শুরুতেই আমাদের শহিদ ভাইদের স্মরণ করতে চাই যাদের ত্যাগ এনে দিয়েছে আমাদের স্বাধীনতা। সোমবার টাঙ্গাইলে আমাদের ভাই মারুফসহ আরও যারা শহিদ হয়েছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা দেশকে স্বাধীন করেছি। আমরা জানি স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা বেশি কঠিন। 

বক্তারা আরও বলেন, ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তবর্তীকালীন সরকার গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানের পর মঙ্গলবার দুপুরে ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়েছে।

ছাত্রজনতার দেওয়া রূপরেখার ভিত্তিতে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে তাই আমরা সবাই এই সরকারের প্রতি আস্থা রাখব। আশা করব আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে তাদের গঠনমূলক ভুমিকা থাকবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba