আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

এমন মসজিদ দেশে আর একটিও নেই

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৭ Mar ২০২৩
  • / পঠিত : ২১৪ বার

এমন মসজিদ দেশে আর একটিও নেই

এক ঝাঁক পায়রা বসেছিল গম্বুজগুলোর ওপর। কোনোটি ঘাড় বাঁকিয়ে আয়েশ করে পিঠ-পাখনার পালক খুঁটছিল চঞ্চু দিয়ে। কোনোটি উত্তেজিত ভঙ্গিতে ডানে–বাঁয়ে তাকিয়ে পরখ করে দেখছিল কী পরিস্থিতি। সামান্য দূরে পাশের বাড়ির বারান্দা থেকে তাদেরই ছবি তোলা হচ্ছে ভেবে খুব একটা ভালো চোখে দেখছিল না তারা বিষয়টি। একটি–দুটি করে উড়ে উঠল ঝাঁক ধরেই।

দৃশ্যটি পুরোনো ঢাকার ব্যস্ত বেগম বাজারের মোড়ের ওপর তিন শ বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা ‘করতলব খান মসজিদের’। তবে মসজিদটিকে এই নামে এখন ইতিহাস সচেতন মানুষ ছাড়া আর কেউ চেনেন না। আমজনতার কাছে এর নাম ‘বেগম বাজার মসজিদ’।

বিখ্যাত ঐতিহাসিক আহমদ হাসান দানী তাঁর ‘কালের সাক্ষী: ঢাকা’ বইতে উল্লেখ করেছেন, ‘শায়েস্তাখানি আমলের পর যে স্থাপত্যশিল্পের অগ্রগতি ঘটে, তার ব্যাপক প্রকাশ ঘটে এই মসজিদের নির্মাণকৌশলে।’ তিনি এই মসজিদের তিনটি প্রধান বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba