আজঃ রবিবার ২৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

অন্তর্বর্তী সরকার ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ১০ Aug ২০২৪
  • / পঠিত : ৩৮ বার

অন্তর্বর্তী সরকার ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডেইলি এসবি নিউজ ডেস্ক:: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ শুক্রবার এক এক্স বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

এক্স বার্তায় শাহবাজ শরিফ বলেন, তিনি বাংলাদেশকে একটি সম্প্রীতি ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ড. ইউনূসের সাফল্য কামনা করেন। তিনি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী এ সরকারে তাঁর সঙ্গে উপদেষ্টা হিসেবে ১৪ জন শপথ নিয়েছেন। ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারে আরও তিনজন শপথ নেওয়া বাকি আছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba