আজঃ রবিবার ২৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করলেন চিকিৎসকরা

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ০১ Sep ২০২৪
  • / পঠিত : ৩১ বার

কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করলেন চিকিৎসকরা

ডেইলিএসবিনিউজ ডেস্ক: সারাদেশে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দেওয়ায় এ কর্মসূচি স্থগিত করেন তারা।

রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন চিকিৎসকরা।

এদিকে ঢামেকে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে সচিবালয়ে চিকিৎসকদের ডাকা শাটডাউন তুলে নেয়ার অনুরোধ জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। তিনি বলেন, আপনারা শাটডাউন তুলে নেন। মানুষের সেবা করার জন্য এসেছেন। নিজেকে তো অনেক উজাড় করে দিয়েছেন। আবারো উজাড় করে দেন।

ঢামেকে চিকিৎসকদের ওপর রোগীদের স্বজনদের হামলার পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে সারাদেশের শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন চিকিৎসকরা। তবে দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা। এরপরই আন্দোলনরত চিকিৎসকরা তাদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

এ হামলার ঘটনায় এরই মধ্যে দুটো তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, যারা ডাক্তারদের গায়ে হাত তুলেছে, সেটা দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা অভিযোগ করেছেন চিকিৎসা ঠিক মতো হয়নি তাদের জন্যও আরেকটি তদন্ত কমিটি করেছি।

এর আগে শনিবার রাতে নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এতে দোষীদের সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতারের আল্টিমেটাম দেন চিকিৎসকরা। অন্যথায় ২৪ ঘণ্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba