আজঃ শনিবার ২১-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

মালিতে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিটের টহল টিমের ওপর হামলা

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ৩০ মে ২০২৩
  • / পঠিত : ১০৮ বার

মালিতে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিটের টহল টিমের ওপর হামলা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিটের টহল টিমের গাড়ি বহরে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলার ঘটনা ঘটেছে।

রোববার (২৮ মে) মালির স্থানীয় সময় আনুমানিক সকাল সাড়ে ৯টায় এ ঘটনা। এ ঘটনায় মালিতে দায়িত্বরত ব্যানএফপিইউ-২ তিনজন সদস্য আহত হয় এবং পুলিশ সদস্যদের বহনকারী আর্মড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ক্ষতিগ্রস্ত হয়।  সোমবার (২৯ মে) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. মনজুর রহমান জানান, ব্যানএফপিইউ-২ এর টহল টিমটি মালির তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম সুপার ক্যাম্প থেকে আনুমানিক ১৫ কিমি দূরে গুন্দাম-তংকা-নিয়াফুংকে হাইওয়ের পাহাড় সংলগ্ন নির্জন মরুভূমির রাস্তায় পৌঁছালে এ ঘটনা ঘটে। এর আগে এ এলাকাটিতে বেশ কয়েকটি আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

টহল ডিউটিতে নিয়োজিত পুলিশ শান্তিরক্ষীরা রাস্তার মাঝখানে একটি সন্দেহজনক গর্ত দেখতে পান। তারা কৌশলে গর্তটি অতিক্রম করার সময় আইইডিটি বিস্ফোরিত হয়। পুলিশ শান্তিরক্ষীদের বুদ্ধিমত্তা এবং তাদের বহনকারী এপিসিটি উচ্চমাত্রার বিস্ফোরণ প্রতিরোধে সক্ষম হওয়ায় তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।  ব্যানএফপিইউ-২ এর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব এবং সতর্কতার সঙ্গে শান্তিরক্ষার দায়িত্ব পালন করায় মিনুসমা কর্তৃপক্ষ তাদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba