আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

কঙ্গোয় বন্যায় মৃতের সংখ্যা চারশ’ ছাড়াল

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ১০ মে ২০২৩
  • / পঠিত : ১৯২ বার

কঙ্গোয় বন্যায় মৃতের সংখ্যা চারশ’ ছাড়াল

ডেস্ক : আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআরসি) গত সপ্তাহের বন্যায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে। দেশটির নিকট ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে এটি একটি। 

দেশটির পূর্বাঞ্চলের দুটি গ্রামে সোমবারও মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। গত সপ্তাহে সাউথ কিভু প্রদেশের বুশুশু ও নিয়ামুকুবি গ্রামের ঘরবাড়ি আকস্মিক বন্যায় ভেসে যায় এবং পুরো গ্রাম দুটি কাদা ও আবর্জনার নিচে চাপা পড়ে। এতে বহু পরিবারের অনেক সদস্য প্রাণ হারায়।

খালি একটি জায়গায় জমে থাকা মাটির স্তূপ দেখিয়ে গণমাধ্যমকে একজন বলেন, কাদার মধ্যে ওই জায়গায় আমাদের বাড়ি ছিল। আমরা আমাদের পরিবারের ছয়জনকে হারিয়েছি। আমাদের বাড়িতে পাঁচটি শিশু ও আমাদের মা মারা গেছেন। এখন শুধু আমি, ছোট ভাই ও বাবা বেঁচে আছি। আমাদের পুরো পরিবার শেষ হয়ে গেছে। আমাদের কিছুই নেই।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba