আজঃ শুক্রবার ২২-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

৩৩২ মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান পেল আড়াই কোটি টাকা

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ৩০ মে ২০২৩
  • / পঠিত : ১১২ বার

৩৩২ মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান পেল আড়াই কোটি টাকা

দেশের ৩৩২টি মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে গবেষণাগারে সরঞ্জাম কিনতে প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ৬৩টি জেলার এসব মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে এ বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (২৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে বরাদ্দ পাওয়া মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে এ টাকা বরাদ্দ ও মঞ্জুরির বিষয়ে জানিয়ে চিঠি পাঠানো হয়েছে l গবেষণা সরঞ্জাম খাতে প্রতিটি প্রতিষ্ঠান এ টাকা খরচে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কিছু শর্ত দিয়েছে মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, সরকারের যাবতীয় আর্থিক বিধিবিধান মেনে এ টাকা খরচ করতে হবে। অব্যয়িত টাকা ৩০ জুনের মধ্যে সমর্পণ করতে হবে। ব্যয় ও বিল পরিশোধে অনিয়ম হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে। গবেষণা সরঞ্জাম কেনা ছাড়া অন্যকোনো কাজে এ টাকা ব্যয় করা যাবে না। কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানকে টাকা দেওয়া হবে না।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba