আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যৌথ বাহিনীর অভিযান: ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৭২

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৬ Sep ২০২৪
  • / পঠিত : ৭ বার

যৌথ বাহিনীর অভিযান: ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৭২

ডেইলিএসবিনিউজ ডেস্ক:: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। ৩ সেপ্টেম্বর ছিল অস্ত্র-গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন।

এরপর ৪ সেপ্টেম্বর থেকে লুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরে করে যৌথ বাহিনী।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকাসহ সারাদেশে লুট হওয়া ১৫৫টি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার ১৫৫টি অস্ত্রের মধ্যে আটটি রিভলবার, ৪৬টি পিস্তল, ১১টি রাইফেল, ১৮টি শটগান, পাঁচটি পাইপগান, ১৯টি শুটারগান, ১৩টি এলজি, ২৪টি বন্দুক, একটি একে-৪৭, একটি গ্যাসগান, একটি চাইনিজ রাইফেল, একটি এয়ারগান, তিনটি এসবিবিএল, তিনটি এসএমজি ও একটি টিয়ার গ্যাস লঞ্চার রয়েছে।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, যৌথ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড ও র্যাাব রয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba