আজঃ বৃহস্পতিবার ২৬-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

পাবনায় বিদ্যুৎপৃষ্টে মা-মেয়ের মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২৫ Sep ২০২৪
  • / পঠিত : ৩ বার

পাবনায় বিদ্যুৎপৃষ্টে মা-মেয়ের মৃত্যু

: পাবনা সদর উপজেলার আতাইকুলায় বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর ) বিকেল সাড়ে ৪ টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলার থানার কাচারপুর পুর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন মা আরজিনা খাতুন (৪৫) ও মেয়ে অরশা খাতুন (১৩)। তারা ওই গ্রামের মো. নবাব উদ্দিন খানের স্ত্রী -মেয়ে। মেয়ে অরশা খাতুন কাচারপুর দাখিল মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাড়ির টিনের ঘরের নিচে বৃষ্টির পানিতে গোসল করছিল মেয়ে অরশা খাতুন। গোসল করে গোয়াল ঘরে উঠার সময় লোহার দড়জায় লেগে বিদ্যুৎপৃষ্ট হয়। বিদ্যুতের তার ছিড়ে পুরো গোয়ালঘর বিদ্যুতায়িত হয়েছিল।

এ সময় মেয়েকে বাঁচাতে মা আরজিনা খাতুন এগিয়ে গেলে মেয়েসহ তিনিও বিদ্যুৎতায়িত হয়ে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসছে। একনজর দেখতে বাড়িতে ভীড় করে স্থানীয়রা।

নিহত আরজিনা খাতুনের স্বামী নবাব উদ্দিন খান কান্নাজড়িত কন্ঠে বলেন, অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে মাদরাসায় পড়াচ্ছি। মেয়ে আমার খুব মেধাবী ছিল। কিন্তু আজকে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। মেয়ের সঙ্গে স্ত্রীও চলে যাওয়াতে আমার সর্বনাশ হয়ে গেল। একদম এতিম হয়ে গেলাম।

এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই মা-মেয়ে মারা গেছে। আমরা ঘটনাস্থলে আসছি। বৃষ্টির দিনে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে বলে পরামর্শ দেন তিনি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba