আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

চাঁদপুরে সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়ে বাড়িতে কৃষক

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ৩০ Sep ২০২৪
  • / পঠিত : ২৪ বার

চাঁদপুরে সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়ে বাড়িতে কৃষক

: বিষধর গোখরার ছোবল খেয়ে চাঁদপুরের মতলব উত্তরে লিটন খান নামে কৃষক সেই জীবিত সাপ নিয়ে তিনি সোজা হাজির হন বাড়িতে। পরে তীব্র ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার রাতে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামে ঘটে এমন ঘটনা। মৃত লিটন খান (৪৬) একই এলাকার বাসিন্দা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ।

স্থানীয়রা জানান, রাতে লিটন খান তার বাড়ির পাশে খালের রিং চাই (এক ধরনের জাল) থেকে মাছ সংগ্রহ করতে গেলে তাকে খৈয়া গোখরা সাপ ছোবল দেয়। তাৎক্ষণিক সাপটিকে রিং চাই এর মধ্যে আটকে ফেলে বাড়িতে নিয়ে আসেন লিটন খান। এরইমধ্যে সাপের কামড়ের তীব্র ব্যথা অনুভব করলে বাড়ির লোকজন তাকে রাত সাড়ে ৮টায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত লিটনের আত্মীয় সৈয়দ খান জানান, লিটন খান খুবই সহজ সরল প্রকৃতির লোক ছিলেন। পেশায় তিনি কৃষিকাজ করতেন এবং শখের বসে খালে বিলে মাছ শিকার করতেন। রাতে বাড়ির পাশের বিলে রিং চাই থেকে মাছ সংগ্রহ করতে গেলে সেখানে খৈয়া গোখরা সাপ তাকে কামড় দেয়। তারপর সাপটিকে জীবিত অবস্থায় ওই জালের মধ্যে বন্দি করে বাড়িতে নিয়ে আসেন লিটন খান। এক পর্যায়ে সাপের কামড়ের তীব্র ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাসিবুল ইসলাম জানান, খৈয়া গোখরা সাপের কামড়ে লিটন খানের মৃত্যু হয়েছে। এ সাপ কামড়ের পর শরীর অবশ হয়ে আসে ও মুখ দিয়ে লালা পড়ে। সাপে কামড়ানোর পর তাকে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া উচিত ছিল। কিন্তু অনেক দেরি করে ফেলেছে। তাই এসব বিষয় আরেকটু সচেতন হয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলে তাকে হয়তো প্রাণে বাঁচানো যেতো।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba