আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ আরও এক কিশোরের মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ০১ Oct ২০২৪
  • / পঠিত : ২৪ বার

ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ আরও এক কিশোরের মৃত্যু

: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ শিক্ষার্থী সাইফুল ইসলাম ৪৫ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল ৭টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কিশোর সাইফুলের বাবা আলতাফ হোসেন।

নিহত সাইফুল ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কৌশল্যা এলাকার আলতাফ হোসেনের একমাত্র ছেলে। সে দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

এর আগে, গত ৪ আগস্ট চট্টগ্রামে আন্দোলনে গিয়ে সে মাথায় গুরুতর আঘাত পেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় সিএমএইচে স্থানান্তর করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাইফুল চট্টগ্রামে চাচার বাসায় বেড়াতে গিয়েছিল। ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ার পর সে নিয়মিত রাজপথে মিছিল-মিটিংয়ে অংশ নিত। গত ৪ আগস্ট চট্টগ্রামের সিআরবি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে গুরুতর আহত হয় সাইফুল। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১ মাস ১৫ দিন চিকিৎসার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সোমবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল মারা যায়।

কিশোর সাইফুলের বাবা আলতাফ হোসেন বলেন, সাইফুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba