আজঃ শুক্রবার ১৩-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী পালিত

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ৩১ মে ২০২৩
  • / পঠিত : ৮৭৫ বার

যশোরে জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী পালিত

যশোর শহর থেকে শুরু করে পাড়া মহল্লায় বিস্তারিত কর্মসূচি পালনের মধ্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দলের প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সপ্তাহ ব্যাপী গৃহীত কর্মসূচির গতকাল মঙ্গলবার ছিল দ্বিতীয় দিন।

এ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল,দলীয় ও কালো পতাকা উত্তোলন,কালো ব্যাচ ধারণ,দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও স্বত:স্ফূর্ত ভাবে এ সকল কর্মসূচির সাথে সম্পৃক্ত হয়ে মহান স্বাধীনতার ঘোষকের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও আবেগের বহি:প্রকাশ ঘটিয়েছেন। এসকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সকালে জেলা বিএনপি কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।  পরে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন। এরপর দলীয় কার্যালয়ে জেলা ওলামা দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু,যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন,সদস্য গোলাম রেজা দুলু,মিজানুর রহমান খান,এ কে শরফুদ্দৌলা ছোটলু,আব্দুস সালাম আজাদ,অ্যাড.হাজী আনিছুর রহমান মুকুল,কাজী আজম,সিরাজুল ইসলাম,নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ,সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু,যুগ্ম-সম্পাদক জহিরুল আলম,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,জেলা মহিলাদলের সভানেত্রী রাশিদা রহমান। দোয়া মাহফিল পরিচালনা করেন,জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোশারফ হোসেন ।   

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba