আজঃ শুক্রবার ২২-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

মার্কিন বিমানের কাছে ‘আগ্রাসী আচরণ’ চীনের যুদ্ধবিমানের

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ৩১ মে ২০২৩
  • / পঠিত : ১২১ বার

মার্কিন বিমানের কাছে ‘আগ্রাসী আচরণ’ চীনের যুদ্ধবিমানের

দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক আকাশসীমায় প্রায় কাছাকাছি চলে এসেছিল যুক্তরাষ্ট্র ও চীনের দু’টি বিমান।

যুক্তরাষ্ট্র মঙ্গলবার (৩০ মে) এক বিবৃতিতে জানিয়েছে, চীনের বিমান ‘অযথাই’ তাদের বিমানের সামনে ‘আগ্রাসী আচরণ’ করেছে।   ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিয়োজিত যুক্তরাষ্ট্রের কমান্ড জানিয়েছে, গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে উড়ছিল তাদের ইউএস আরসি-১৩৫ গোয়েন্দা বিমান। ওই সময় চীনের জে-১৬ যুদ্ধবিমান কাছাকাছি চলে আসে। চীনের বিমানটি এতটা কাছে চলে আসে যে, বিমানটির বাতাসের ঝটকা এসে মার্কিন বিমানটিতে আঘাত হানে।

ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের বিমানের নাকের কাছ দিয়ে চীনের বিমানটি যাচ্ছে এবং ওই সময় বাতাসের ঝটকায় মার্কিন বিমানটি কিছুটা কেঁপে উঠেছে।

তবে চীন দাবি করেছে, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তাদের ওপর নজরদারি চালানোর চেষ্টা করছে। যা তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ.  এ ব্যাপারে ওয়াশিংটনে অবস্থিত চীনের দূতাবাসের মুখপাত্র লিও পেংগিউ বলেছেন, ‘কাছ থেকে চীনের ওপর গোয়েন্দা নজরদারি চালাতে যুক্তরাষ্ট্র প্রায়ই বিমান ও জাহাজ মোতায়েন করে। যা চীনের জাতীয় নিরাপত্তার জন্য অনেক বড় হুমকি।’ 

তিনি আরও বলেছেন, ‘এ ধরনের বিপজ্জনক উস্কানি ও চীনের ওপর দোষ চাপানো বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় চীন।’

দূতাবাসের এ মুখপাত্র আরও জানিয়েছেন, ‘দক্ষিণ চীন সাগরে নিজস্ব নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমতা নিশ্চিতে চীন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেই যাবে।’

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba