আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ওআইসির বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম রাষ্ট্রদূত হচ্ছেন জাবেদ

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২১ Oct ২০২৪
  • / পঠিত : ২১ বার

ওআইসির বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম রাষ্ট্রদূত হচ্ছেন জাবেদ

ডেইলিএসবিনিউজ ডেস্ক:সৌদি আরবের জেদ্দায় ইসলামি সহযোগী সংস্থার (ওআইসি) বাংলাদেশ স্থায়ী মিশন চালু করতে যাচ্ছে সরকার। সেই লক্ষ্যে ওআইসির স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক এমজেএইচ জাবেদকে নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি ওআইসির বাংলাদেশের স্থায়ী মিশনের প্রথম রাষ্ট্রদূত হবেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র ঢাকা পোস্টেকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, শিগগিরই ওআইসির বাংলাদেশের স্থায়ী মিশন চালু করতে চায় সরকার। বর্তমানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের কনস্যুল জেনারেল এমজেএইচ জাবেদকে ওআইসির স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি রাষ্ট্রদূত হিসেবে এই কূটনীতিকের প্রথম অ্যাসাইনমেন্ট হবে।

রোববার (২০ অক্টোবর) এমজেএইচ জাবেদকে ওআইসির স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি অফিস আদেশ ইস্যু করেছে। এরই মধ্যে অফিস আদেশ জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটেও পাঠানো হয়েছে।


জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের এক কর্মকর্তা জানান, আশা করছি খুব দ্রুতই ওআইসির বাংলাদেশের স্থায়ী মিশন চালু হবে। রাষ্ট্রদূত বা স্থায়ী প্রতিনিধি নিয়োগের পর মিশনের অন্যান্য কর্মকর্তা নিয়োগ দেওয়া শুরু হবে।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ২১তম ব্যাচের কর্মকর্তা জাবেদ ২০২১ সালের ২৩ অক্টোবর থেকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের কনস্যুল জেনারেলের দায়িত্ব পালন করছেন। পেশাদার এই কূটনীতিক ওয়াশিংটন ডিসির বাংলাদেশ মিশন এবং বাংলাদেশ হাইকমিশন দিল্লিতে প্রথম সচিব (রাজনৈতিক এবং কাউন্সেলর, রাজনৈতিক) হিসেবে দায়িত্ব পালন করেছেন।


কূটনীতিক জাবেদ ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ছিলেন। তিনি নেপালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থায় (সার্ক) কাজ করেছেন। এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ে অর্থনৈতিক অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক সংস্থা, আমেরিকা এবং দক্ষিণ এশিয়া অনুবিভাগে বিভিন্ন পদে কাজ করেছেন এই কূটনীতিক।

প্রসঙ্গত, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ওআইসির স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে সৌদি আরবে বাংলাদেশের দুটি মিশন আছে। ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশন চালু হলে এই সংখ্যা দাঁড়াবে তিনে।


ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba